চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের এক সদস্যের শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ২৫ বছর বয়সী ওই যুবতী বর্তমানে প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকরা। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় গত ২৫ দিন আগে মামলা হলেও এখন পর্যন্ত আসামী আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ, ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন নথি সূত্রে জানা যায়, ওই যুবতী শারিরীক প্রতিবন্ধী। নিজে কোন কাজই করতে পারেন না। হঠাৎ তার পরিবারের সন্দেহ হলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে যুবতীর মা থানায় বাদি হয়ে মেয়েকে ধর্ষণের দায়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা চাইপাড়া নিচপাড়ার আমিরুল ইসলামের ছেলে মো. হাসানকে (২৮) আসামী করে মামলা দায়ের করেন।
যুবতীর মা বলেন, গতমাসের ১২ তারিখে হঠাৎ মেয়ের পেট উঁচু দেখে সন্দেহ হয়। পরদিন ১৩ অক্টোবর মেয়েকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুন্নাহার নাসু জানান, সেসময় আমার মেয়ে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। মেয়েকে জিজ্ঞেস করলে পুরো ঘটনা খুলে বলে। এতদিন কেন পরিবারকে জানায়নি জিজ্ঞেস করলে মেয়ে জানায়, তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে হাসান। তাই ভয়ে বলেনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ওই নারী আরও বলেন, আমার মেয়ে নিজে কোন কাজকাম করতে পারেনা। তাকে সবকিছুই করে দিতে হয়। আমি সংসার চালানোর দায়ে একটি মুদিখানার দোকান দিয়ে জীবিকা নির্বাহ করি। এই সুযোগে এবছরের ২৫ এপ্রিল বাসা ফাঁকা পেয়ে হাসান জোরপূর্বক ধর্ষণ করে।
তিনি আরও বলেন, গত ১৩ অক্টোবর থানায় মামলা দায়েরের দিন থেকে টানা ৩ দিন আমাদেরকে থানার মধ্যে রাখে পুলিশ। ৩ দিন ধরে থানার বাইরে যেতে দেয়নি বা আসামীও আটক করেনি পুলিশ। এমনকি ১৫ অক্টোবর আদালত আমাদের কথা শুনেন ও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সকল কাগজপত্র দেখেন। এরপর এতোদিন পার হয়ে গেলেও পুলিশ আসামী আটক করছে না। জিজ্ঞেস করলে হবে হচ্ছে এমনটাই জানাচ্ছে পুলিশ।
গত প্রায় ৫ বছর থেকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতা পায় ধর্ষণের শিকার যুবতী। ভুক্তভোগী ওই যুবতী জানান, হাসান আমাকে ভয়ভীতি দেখিয়েছে। এমনকি মারধরও করেছে। কাউকে ঘটনাটি জানালে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাই কাউকে জানায়নি।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নুরুন্নাহার নাসু মুঠোফোনে বলেন, প্রতিবন্ধী নারীকে হাসপাতালে নিয়ে আসলে আমি নিজেই তার চিকিৎসা করি। এসময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে তার পরিবারকে বিষয়টি নিশ্চিত করি।
মামলার আসামি মো. হাসান মুঠোফোনে জানান, পূর্বের পারিবারিক কলহের জের ছিল। এর প্রেক্ষিতেই আমার নামে মিথ্যা মামলা হয়েছে। এসবের সাথে আমার কেন সম্পর্ক নেই। আমার নামে মামলা হওয়ার বিষয়টি গত ৩ দিন আগে শুনেছি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একেএম আলমগীর জাহান মুঠোফোনে বলেন, থানায় মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।