জয়পুরহাট জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের হয়েছে।
ব্র্যাক সিড এর জয়পুরহাট প্রতিনিধির কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাই ও এক লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদার টাকা না পেয়ে তাকে মারধরের অভিযোগে সোমবার রাতে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উর রহমান।
মামলা সুত্রে জানাগেছে, গত প্রায় ১০ দিন আগে ব্র্যাক সিডের জয়পুরহাট প্রতিনিধি জহুরুল ইসলামের নিকট জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা মোবাইল করে তার কাছ থেকে ১০ বস্তা বীজ আলু ও ১ লাখ টাকা চাঁদা দাবী করেন এবং তাকে দেখা করতে বলেন।
এরপর সে সন্ধায় দেখা করলে তার নিকট থেকে ১ লাখ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে জহুরুলের নিকট আলু বীজ বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত দিতে বলে।
গত সোমবার বিকেলে শহরের নতুনহাট সড়কে রাকিব ট্রের্ডাস নামক দোকানে ব্র্যাক সিডের প্রতিনিধি জহুরুল ইসলামকে দেখতে পেয়ে সেখানে রেজা পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
টাকা দিতে অস্বীকার করায় তাকে দোকান থেকে টেনে বের করে মারপিট ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পরে উপস্থিত লোকজন জহুরুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। পরে রাতে জয়পুরহাট সদর থানায় ব্র্যাক সিডের পক্ষে মামলা দায়ের করেন আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উর রহমান।
জয়পুরহাট সদর থানার মামলা নং-১৫/৭০৬। মামলায় জয়পুরহাট জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার নাম
উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমি কৃষকের পক্ষে কথা বলতে গিয়েছি। আমার সামনে এ ধরনের কোন ঘটনা হয়নি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।