Top
সর্বশেষ

জবিতে আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

০৯ নভেম্বর, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
জবিতে আবৃত্তি উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চতুর্থবারের মতো ‘আবৃত্তি উৎসব ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের শিল্পীরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনিসহ কয়েকটি সংগঠনের শিল্পীরা দল অংশ নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় তিনি বলেন, যদি সাংস্কৃতিক কর্মকান্ডকে উৎসাহিত না করা হয় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে না। জবিতে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। করোনাকালীন সময়ে এগুলোর কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। এখন যথারীতি এগুলো চলছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি যেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আরো এগিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আজাহারুল হক আজাদ।

জবি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল। এসময় জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতকে কবি সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি আবৃত্তি সংসদের সেরা সংগঠক, উদীয়মান আবৃত্তি শিল্পী, আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৪-১৬তম কর্মশালায় উত্তীর্ণদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার