Top
সর্বশেষ

কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণির ছাত্র আহত

০৯ নভেম্বর, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণির ছাত্র আহত
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আবিরনগরে কিশোর গ্যাংয়ের এলোপাতাড়ি হামলায় রোজেন হোসেন (১৫) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রোজেন পৌর শহরের আবিরবগর গ্রামের ১২ নং ওয়ার্ডের নোয়াব আলী মাষ্টার বাড়ির রিয়াজ হোসেনের ছেলে ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্র রোজেনের বড় রেজোয়ান হোসেন রোহান কিশোর গ্যাংয়ের তিন সদস্যের নামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে বুধবার সকালে লক্ষ্মীপুর মডেল থানায়  অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার  দুপুর  দেড়টার দিকে পৌর শহরের লাহার কান্দি গ্রামের সাত বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো-

রিপাত হোসেন (১৭) লাহারকান্দি গ্রামের মিয়া বাড়ির,স্বপব (১৮) নুর বক্স বাড়ি (১৮), রাহি (১৮) আবির নগর গ্রামেরসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় উচ্ছৃঙ্খল, বেপরোয়া, দাঙ্গা – হাঙ্গামাকারী কিশোর গ্যাং এর সদস্য হিসেবে এলাকায় চিন্তিত। ধারালো কিরিচ নিয়া প্রকাশ্যে ঘুরাফেরা করে। তুচ্ছ ঘটনার সূত্র ধরে এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। তাদের তাণ্ডবে স্কুলের ছাত্র- ছাত্রীরা আতঙ্কে থাকে।

বড় ভাইকে সালাম না দেয়ায় গত ৮ নভেম্বর দুপুরে কিশোর গ্যাংয়ের প্রধান রিপাত ফোন করে রোজেন হোসেনকে ডেকে এনে মারধোর করে পরে মিয়া রাস্তা মাথা থেকে রোজেনকে মটর সাইকেলে জোর জবর দোস্তি করে উঠিয়ে নিয়ে  লাহারকান্দি সাত বাড়ির সামনে নির্জন এলাকায়  আসেন। পরে রোজনকে ভয়ভীতি, হুমকি ধামকী, দিয়ে ধারালো ছুরি, জিআই পাইপ,,লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে রোজনের শৌরচিৎকারে আশেপাশের লোকজন ঘটনার স্থানে আসলে কিশোর গ্যাংয়ের লোকজন পালিয়ে যায়।

আহত অবস্থায় উদ্ধার করে রোজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে  ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর মডেল  থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মিয়া রাস্তার মাথায় কিশোর গ্যাংয়ের হামলায় রোজন নামে এক ছাত্র আহতের ঘটনা আমার জানা নেই। অভিযোগ করলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার