Top
সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার

০৯ নভেম্বর, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলী ও হাটহাজারী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ান বিবি বাড়ির ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে পালিয়েছে। জন্মগতভাবে লাশের এক হাত নেই, গলায় বেল্ট মোড়ানো, পরনে লুঙ্গি ও গায়ে ফতোয় পরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বুধবার সকালে স্থানীয় লোকজন দেওয়ান বিবির বাড়ী এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাশের গলায় কালো দাগ রয়েছে। দু-একদিন আগে কোনো এক সময় দুর্বৃত্তরা হয়তো তাকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের বিশেষায়িত টিম লাশ শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে বলে জানান ওসি।

অপরদিকে, জেলার হাটহাজারীতে নিখোঁজের দুই দিন পর মো. মাহমুদুল্লাহ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইসতেমা মাঠ সংলগ্ন একটি বিদ্যুতের খুটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাহমুদুল্লাহ মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মো. শফির ছেলে।

স্থানীয়রা জানান, মাহমুদুল্লাহ গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক সন্ধান করার পর খোঁজ না মেলায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করে। পরে আজ সকালে মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার