Top
সর্বশেষ

পুলিশের সামনে কৃষক হত্যা মামলার দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

০৯ নভেম্বর, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
পুলিশের সামনে কৃষক হত্যা মামলার দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনে কৃষক শেখবর আলীকে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম হালুয়াহাটি গ্রামে এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মামলার বাদী মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা অহির উদ্দিনসহ অনেকেই।মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ২৩মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনে শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ ৭/৮জন। পরে গ্রেপ্তার হওয়ার পর ২/৩জন আসামি জামিনে এসে বাদীদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে একজনকে হত্যা করলেও ফাঁসি একাধিক হত্যা করলেও ফাঁসি, তাই নতুন করে হত্যা করার পরিকল্পনা করছে আসামিরা, আমরা দোষীদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি।

শেয়ার