মাগুরায় বৈদেশিক মুদ্রা সাস্রয় ও পরিবেশ রক্ষায় ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহার বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ গতকাল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মাগুরার প্রশিক্ষণ হলে বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা পরিচালক ড. মো. আব্দুল মালেক, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, ড. মাহবুবা কানিজ হাসনা, বিনা কীটতত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শেফাউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীন আমিন।
জৈব ছত্রাক নাশকের গবেষণাগার উন্নয়ন, ফর্মুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচির আওতায় এ কর্মশালায় জানানো হয়- দেশে প্রতিবছর ২হাজার কোটি টাকা মূল্যের ৫০ হাজার মেট্রিক টন রাসায়নিক বালাইনাশক আমদানি করা হয়। যার ফলে অর্থনীতি ও পরিবেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। জৈব বালাইনাশক ব্যবহার বাড়াতে পারলে এ থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব।