Top
সর্বশেষ

চাটখিলে দোকান পোড়ানোর বিচারের দাবিতে মানববন্ধন

১১ নভেম্বর, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
চাটখিলে দোকান পোড়ানোর বিচারের দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠান (মুদি দোকান) আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ী আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাটখিল বাজারের প্রধান সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগি নুরুল আলম অভিযোগ করে বলেন, আবুল কালাম খোকা দেওয়ানবাগী নামের এক লোকের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। তিনি ধারণা করছেন ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। এতে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। যাতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েই ক্ষান্ত হয়নি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ তার।

এসব ঘটনায় চাটখিল থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

শেয়ার