বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকার উত্তরপাশে ইকোপার্কের প্রধান গেঠের সামনে চাঞ্চল্যকর ছিনতায়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে ছিনতাইকৃত ৩টি মোবাইল ও টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার চর হরিপুর পশ্চিমপাড়া গ্রামের ছিনতাইকারী জাহিদুল ইসলাম (২০) একই গ্রামের ইব্রাহিম খলিল (১৪) ও একই এলাকার ডিগ্রিরচর গ্রামের কম্পিউটার মেকানিক আব্দুর রহিম (৩৪)।
শুক্রবার বিকালে সদর থানার ওসি হুমায়ন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ১ নভেম্বর বিকেলে উল্লেখিত স্থানে ৪/৫জন অজ্ঞাত ছিনতাইকারী ২ ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ২টি মোবাইল সেট ও ৮৮০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ মামলার পর পুলিশ ওই গুরুত্বপূর্ণ এলাকায় তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এ অভিযানে তাদেকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট, নগদ ৮৮০ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ছিনতাকারীদের জিজ্ঞাবাদে তারা সহ আরো ২ জন এই ছিনতাই কাজে জড়িত রয়েছে বলে স্বীকার করে। মহাসড়ক আশপাশ এলাকায় গুরুত্বপূর্ণ স্থান গুলোতে
পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।