Top

পেনাল্টি মিসে শিরোপা হারাল বাংলাদেশ

১১ নভেম্বর, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
পেনাল্টি মিসে শিরোপা হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপের পর আরেকটি শিরোপার হাতছানি ছিল লাল-সবুজের মেয়েদের সামনে। তবে পেনাল্টি মিস করায় সাফ চ্যাম্পিয়ন হলো নেপাল।

শুক্রবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় তিন দলের ডাবল লিগ পদ্ধতির শেষ ম্যাচ।

খেলার শেষদিকে পেনাল্টি পাওয়ার সম্ভাবনাও জাগে দারুণভাবে। কিন্তু জয়নব বিবি রিতার দুর্বল স্পট কিক আটকে দেন গোলরক্ষক সুজাতা তামাং। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতল নেপাল।

দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো নেপাল।

নেপালের চেয়ে পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল পার্থক্যে বাংলাদেশ ছিল এগিয়ে। শিরোপা জিততে তাই জয়ের বিকল্প ছিল না মেয়েদের সামনে। সেই আশা জাগলেও শেষপর্যন্ত সঙ্গী হলো হতাশাই।

চার ম্যাচে ভুটানকে দুই লেগে যথাক্রমে ৮-০ ও ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম লেগে নেপালের বিপক্ষে হারের পর এবার ড্র করল দল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে হলো রানার্সআপ।

শেয়ার