Top
সর্বশেষ

রাজধানীতে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ৩২

১২ নভেম্বর, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
রাজধানীতে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ৩২
নিজস্ব প্রতিবেদক :

সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে রাজধানীর মহাখালী থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারের ফুড কোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া প্রায় সবাই বিএনপির নেতাকর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারবিরোধী ষড়যন্ত্রের। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এসকেএস টাওয়ারে মিলিত হয়েছিলেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‌‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।’

শেয়ার