Top
সর্বশেষ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

১৩ নভেম্বর, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৪
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

রোববার (১৩ নভেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযানে ১২ হাজার ৩০৫টি ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৪ বোতল ফেনসিডিল ও ১৫০ গাঁজা জব্দ করা হয়।

শেয়ার