Top
সর্বশেষ

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

১৪ নভেম্বর, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ
তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬
আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮১ জন। সেন্ট্রাল ইস্তাম্বুলের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। তাছাড়া একজন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে সেখানের পুলিশ। খবর আল-জাজিরার।

রোববার ইন্দোনেশিয়ায় গ্রুপ অব ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্য তুরস্ক ছাড়ার আগে এরদোয়ান বলেন, বিস্ফোরণটি একটি ‌‘বিশ্বাসঘাতক আক্রমণ’। অপরাধীদের শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, হামলার পেছনের অপরাধীরা প্রাপ্য শাস্তি পাবে এই ব্যাপারে আমাদের জনগণ আশ্বস্ত হতে পারে। একজন নারী এই ঘটনায় জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।

জানা গেছে, ওই রাস্তাটিতে সব সময় পর্যটক ও স্থানীয়দের ব্যাপক সমাগম থাকে। রয়েছে প্রচুর দোকান ও রেস্তোরাঁ।

২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সাঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়।

বিপি/এএস

শেয়ার