Top

রোববার মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরের উদ্বোধন

১৫ নভেম্বর, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
রোববার মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরের উদ্বোধন
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের মিরসরাই, ফেনীর সোনাগাজী ও সীতাকুণ্ডের ৩০ হাজার একর জমি নিয়ে গড়ে ওঠা শিল্পনগরীর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বন্দর জেটি সুবিধা, বিদ্যুৎকেন্দ্র, ট্যুরিজম পার্কসহ নানা সুযোগ-সুবিধা থাকছে এ মহাকর্মযজ্ঞে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষভাবে গড়ে তোলা এ অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে রোববার (২০ নভেম্বর)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ নভেম্বর মিরসরাইয়ের বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরসরাইয়ে যুক্ত হবেন। এ উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, আগামী ২০ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরসরাইয়ের বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ইকোনোমিক জোনের বাস্কেট বল গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এদিন মিরসরাইয়ে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বেজার চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

জানা গেছে, প্রায় ৭ হাজার ৭১৬ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১১ হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হলে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মিরসরাইয়ের এই অর্থনৈতিক অঞ্চলে ৫শ একর জায়গায় গড়ে উঠছে গার্মেন্টস ভিলেজ। ১ হাজার ১৫০ একর জমিতে গড়ে উঠছে বেপজা অর্থনৈতিক অঞ্চল।

মিরসারাই শিল্পনগরে শিল্পোদ্যোক্তা-বিনিয়োগকারীরা একক অথবা যৌথ উদ্যোগে টেক্সটাইল, গার্মেন্টস ও নীটওয়্যার, ইস্পাত ও লোহাজাত শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাত, পাটজাত শিল্প, চামড়া শিল্প, রাসায়নিক, প্লাস্টিক ও মেলামাইন, স্পোর্টস সামগ্রী, খেলনা, সাইকেল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম, ওষুধ, মেডিকেল সামগ্রী, কন্টেইনার ম্যানুফ্যাকচারিং, ভোজ্যতেল, খাদ্য প্রক্রিয়াজাত, মোটরযান ও অটোমোবাইল, আইটি, বিভিন্ন সেবাখাতের পণ্যসামগ্রী উৎপাদনের উপযোগী শিল্প-কারখানা স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।

চলতি বছরের এপ্রিল থেকে উৎপাদন শুরু করেছে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও মার্চ থেকে উৎপাদন শুরু করেছে জাপানের নিপ্পন স্টিল কর্পোরেশন এবং বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্ট। প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কোরিয়া, ভারত, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিদেশি এবং বহুজাতিক প্রতিষ্ঠানকে আকৃষ্ট করেছে বঙ্গবন্ধু শিল্পনগর।

মিরসরাই ইকোনমিক জোনে উত্তরা মোটরস, বার্জার পেইন্টস, বেইজিং ঝেনুয়ান হেংহুই ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি, বিএসএ ফ্যাশনস লিমিটেড, হাংঝু ঝিনঝিয়াং গ্রুপ, ঝিন্দে ইলাস্টিক (বিডি), এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস, ইস্ট এশিয়ান কক্স, কমফিট কম্পোজিট নিট, ইওন মেটাল ইন্টারন্যাশনাল, ট্রেড ডিজাইন সল্যুশনস, ইয়নমেটাল লিমিটেড, ফন ইন্টারন্যাশনাল ও আরব বাংলাদেশ ফুডস লিমিটেড। এ ছাড়া বরাদ্দ পেয়েছে গ্যাস ওয়ান লিমিটেড, অনন্ত অ্যাপারেলস লিমিটেড, বিপি-পাওয়ারজেন লিমিটেড, এসিআই লিমিটেড, ইনট্রিগা অ্যাপারেলস লিমিটেড, হ্যামকো করপোরেশন লিমিটেড, যমুনা স্পেসটেক (জেভি) লিমিটেড, বিএসআরএম স্টিল মিলস লিমিটেড, চিটাগং পাওয়ারসহ অনেক প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে।

বাংলাদেশে শিল্প এলাকা রয়েছে অনেক। কিন্তু নেই শিল্প শহর। বছরের পর বছর চট্টগ্রামের মিরসরাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চল পতিত জমি হিসেবে পড়ে ছিল। ফসল না ফলায় জমিগুলো ব্যবহার হতো গরু মহিষের চারণভূমি হিসেবে। তাই অর্থনীতি ও কর্মসংস্থানকে শক্তিশালী করতেই এমন উদ্যোগ নেয় সরকার। বাস্তবায়নাধীন এই প্রকল্প ভবিষ্যতে বিভিন্ন উৎপাদন খাতকে প্রবৃদ্ধির দ্বারে পৌঁছে দেবে। সামগ্রিক অর্থনীতিতে বদলে যাবে বালাদেশের অবয়ব। রফতানি বাণিজ্যেও আসবে সাফল্য-এমনটাই মনে করছন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

দেশের ১শ টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হবে পরিবেশ সহনশীল গ্রিন অর্থনৈতিক অঞ্চল। এজন্য বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (সিইটিপি), ডিস্যালাইনেশন প্ল্যান্ট, স্টিম নেটওয়ার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, বায়োগ্যাস প্ল্যান্ট, ওয়েস্ট সোর্টিং ফ্যাসিলিটি, রুফটপ ও ফ্লোটিং সোলার স্থাপনসহ উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ রয়েছে।

শেয়ার