Top
সর্বশেষ

মিরসরাইয়ে ৮৪০ পিস ইয়াবাসহ নারী আটক

১৫ নভেম্বর, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
মিরসরাইয়ে ৮৪০ পিস ইয়াবাসহ নারী আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসযোগে যাত্রীবেশে পাচারকালে ৮৪০ পিস ইয়াবাসহ সেলিনা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজার থেকে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশ।

সেলিনা চট্টগ্রাম শহরের খুলশী থানার ঝাউতলা পানির ট্যাংকি এলাকার ছায়েদ আলীর মেয়ে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোহাম্মদ আল আমিন ও এএসআই সিরাজুল ইসলামসহ একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সেন্টমার্ন্টিন পরিবহনের একটি বাস থেকে সেলিনাকে আটক করে।

এ সময় নারী পুলিশ দিয়ে তার দেহে তল্লাশী করে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, ইয়াবাগুলো চট্টগ্রাম শহর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন ওই মাদককারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

শেয়ার