Top
সর্বশেষ

জামানতও বাঁচাতে পারলেন না আ’লীগ প্রার্থী

৩১ জানুয়ারি, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
জামানতও বাঁচাতে পারলেন না আ’লীগ প্রার্থী
সিলেট প্রতিনিধি: :

সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত পৌর নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ। তিনি সর্বনিম্ন ভোট পেয়েছেন।

জানা যায়, শনিবার (৩০ জানুয়ারী) এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রুহেল আহমদ (নৌকা), দলের বিদ্রোহী আমিনুল ইসলাম রাবেল (জগ) ও দলের অপর বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও বিএনপির একক প্রার্থী ছিলেন ধানের শীষ নিয়ে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

নির্বাচনে ফলাফল অনুযায়ী সর্বনিম্ন ভোট পান নৌকা প্রতীকের রুহেল আহমদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ১ হাজার ১৭৫টি। ফলাফল অনুযায়ী পাঁচ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকার বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)। এছাড়া ধানের শীষ প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন চার হাজার ২২২ ভোট পেয়ে তৃতীয় হন।

জানতে চাইলে রোববার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহেল আহমদ তার জামানত হারিয়েছেন।

শেয়ার