Top

চট্টগ্রামে ৫টি পরিত্যক্ত বাড়ি থেকে দখলদার উচ্ছেদ

১৬ নভেম্বর, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ৫টি পরিত্যক্ত বাড়ি থেকে দখলদার উচ্ছেদ

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সরকারের ৫টি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খুলশী থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব বাড়ি উদ্ধার করা হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, সরকারি আবাসন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও সিএমপি পুলিশ সহযোগিতা দেয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট উমর ফারুক জানান, খুলশী এলাকায় দীর্ঘদিন ধরে অর্পিত সম্পত্তি সরকারি ৫টি বাড়ি অবৈধ দখলে ছিল। পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড, চট্টগ্রাম এর ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে উচ্ছেদ কাযর্ক্রম শুরু হয়।

উদ্ধারকৃত বাড়ির মধ্যে রয়েছে, খুলশী নয়া শহর এলাকার সরকারি পরিত্যক্ত বাড়ি নং-৭১, ৭২, ৭৩/৭৪, ৭৬ এবং ৮৯ নম্বর বাড়ি। দখলদার উচ্ছেদ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপূর্তের প্রতিনিধির কাছে বাড়িগুলো বুঝিয়ে দেন। এতে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো।

শেয়ার