Top
সর্বশেষ

নোয়াখালীর কবিরহাটে ৭ জুয়াড়ি আটক

১৬ নভেম্বর, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে ৭ জুয়াড়ি আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩ বান্ডিল তাস ও নগদ ৫হাজার ৬৯০টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার আক্তার হোসেন, বেলাল হোসেন, আবদুল হামিদ, ইসমাইল হোসেন, আবদুল শহীদ, সেলিম ও শফিক উল্যা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কবিরহাটের নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পিছনে অভিযান চালায়। এসময় দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় ৭জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত আছে।

শেয়ার