Top
সর্বশেষ

ই-গেট স্থাপন করার পাশাপাশি দেশে ই-ভিসাও চালুর পরিকল্পনা রয়েছে আমাদের : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ নভেম্বর, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
ই-গেট স্থাপন করার পাশাপাশি দেশে ই-ভিসাও চালুর পরিকল্পনা রয়েছে আমাদের : স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-গেট ও ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। আগামীতে নয় স্থল বন্দরগুলোতেও ই-গেট স্থাপন করা হবে। পাশাপাশি দেশে ই-ভিসাও চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বসানো ছয়টি ই-গেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিমানবন্দরে আজ থেকে ই-গেট চালু হল। আমি মনে করি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্প ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ২২ জানুয়ারি ২০২০ সালে মাননীয় প্রধানমন্ত্রী মাইক্রো প্রসেসর চিপযুক্ত ই-পাসপোর্টের উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু হয়। পাশাপাশি ই-গেটের সহায়তায় দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের ইমিগ্রেশন আরও সহজ ও নিরাপদ হবে।

দুই বছর আগে চালু হয় ই-পাসপোর্ট সেবা। গত ৭ জুন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি ই-গেট বসানো হয়েছিল। এর ছয় মাস পর শাহ আমানতে ৬টি ই-গেট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ই-পাসপোর্ট থাকলে ৩০ সেকেন্ডে দুইধাপে ইমিগ্রেশন শেষ হবে। বিমানবন্দরে বসানো ছয়টি ই-গেটের -মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া ভ্রমণ সংক্রান্ত নথি যাচাইয়ের সময় উচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ই-গেট ব্যবহার করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যাত্রীর সব তথ্য যাছাই করে তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন সম্পন্ন হবে। এ জন্য পাসপোর্টে কোন সিল দেয়ারও প্রয়োজন পড়বে না। তবে সাধারণ এমআরপি পাসপোর্টধারীরা এই সুবিধা পাবে না। ই-গেটের প্রবেশপথে ই পাসপোর্টে প্রথম পৃষ্ঠা যেখানে ছবি ও অন্যান্য তথ্য ও বারকোড রয়েছে সেই পৃষ্ঠাটি স্ক্যান করলে প্রথম ধাপ শেষ হবে। ক্যামেরাযুক্ত ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে যাত্রীর তাৎক্ষণিক পাওয়া মুখমণ্ডল মিলে গেলে দ্বিতীয় গেটও খুলে যাবে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ বলেন, অভিভাষণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং যাত্রীদের ভোগান্তি দূর ও সময় বাঁচাতে এই সুবিধা চালু হচ্ছে। এখন থেকে ইমিগ্রেশনের পুরো প্রক্রিয়াটি ৩০ সেকেন্ডের মধ্যে শেষ হবে। ই-পাসপোর্টে একটি মাইক্রোপ্রসেসর চিপ থাকে। এর মাধ্যমে ই-পাসপোর্ট স্ক্যান করার পর যাত্রীদের শনাক্ত করা সম্ভব হবে নিমিষেই।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাঈদ বলেন, বিভিন্ন দেশের ভিসা পদ্ধতি ভিন্ন হওয়ায় যারা দেশের বাইরে যাবেন সেসব যাত্রীকে প্রথমে ম্যানুয়ালি কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ই-পাসপোর্টধারী যেসব প্রবাসী দেশে ফিরবেন তারা খুব সহজেই ইমিগ্রেশন পার হতে পারবেন।

শেয়ার