Top

সিরাজগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে

১৬ নভেম্বর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে গণপূর্ত বিভাগের (পিডাব্লুউডি) তত্বাবধানে প্রায় ৫০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৮টি (বহুতল) মডেল মসজিদ নির্মান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাসে এসব দৃষ্টিনন্দন মসজিদের কাজ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন র্শীষক প্রকল্পের উদ্যোগ নেয়। এ র্শীষক প্রকল্পের অংশ হিসাবে ২০১৮/১৯ অর্থ বছরে সিরাজগঞ্জ জেলা ও জেলার ৯টি উপজেলায় ১০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নে ধর্ম মন্ত্রনালায় ৫০

কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়। সরকারী বিধি মতে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জ পর্যায়ক্রমে দরপত্র আহবান করে।

এ দরপত্রে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান এ মডেল মসজিদ নির্মান কাজ শুরু করে। সিরাজগঞ্জ পৌর এলাকার খাঁন সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও সিরাজগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ শেষ হয়েছে এবং র্নিমিত উপজেলা মডেল মসজিদ ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ২টি র্নিমিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ দেখার জন্য ধর্মপ্রাণ মুসুল্লিরা ভীর জমাচ্ছে প্রতিদিন। এছাড়া কাজিপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ চলছে এবং চৌহালী ও বেলকুচি উপজেলা মডেল মসজিদ নির্মানে দরপত্র আহবান করা হয়। তবে নানা জটিলতায় নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করতে পারছে না।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ন কবির বলেন, জটিলতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ২টি মডেল মসজিদ নির্মানের কাজ শীঘ্রই শুরু হতে পারে। ওই ৬টি উপজেলা মডেল মসজিদ নির্মানের কাজ যথা নিয়মে তদারকি করা হচ্ছে এবং আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।

শেয়ার