Top

সিরাজগঞ্জ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত

১৭ নভেম্বর, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

পুলিশের সেবা প্রদানসহ বিভিন্ন সফলতার জন্য সিরাজগঞ্জ শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে। রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে এই জেলা শ্রেষ্ঠ পুলিশ নির্বাচিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে সার্বিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম(বার) সার্বিক দিক-নির্দেশনায় জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে সিরাজগঞ্জ জেলা পুলিশকে শ্রেষ্ট ঘোষণা করা হয়।

এছাড়া সার্বিক কার্যক্রমের উপর এ রেঞ্জের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ ডিবি অফিসের এসআই জুলহাজ উদ্দিনকে বিপিএম, পিপিএম, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

 

শেয়ার