Top
সর্বশেষ

কেন্দ্রীয় খেলার মাঠে আসতে শুরু করেছেন সমাবর্তনের শিক্ষার্থীরা

১৯ নভেম্বর, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় খেলার মাঠে আসতে শুরু করেছেন সমাবর্তনের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবর্তন।

শনিবার (১৯ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই গাউন ও হ্যাট পরে কেন্দ্রীয় মাঠের দিকে যাচ্ছেন। কেউ এসেছেন পরিবারসহ। আবার কেউ আসছেন একাই।

শিক্ষার্থীরা বিশেষ দিনটির স্মৃতি ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। বাবা-মা কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন তারা। টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল প্রাঙ্গণ ইতোমধ্যেই সমাবর্তন অনুষ্ঠানে আসা শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে উঠছে।

বেলা ১১টা ৫৫ মিনিটে আচার্যের শোভাযাত্রা হবে। দুপুর ১২টায় শুরু হবে সমাবর্তনের মূল অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যঁ তিরোল।

ঢাবির ৫৩তম সমাবর্তনে এবার অংশ নেবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এর মধ্যে অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন।

শেয়ার