Top
সর্বশেষ

সালাহর জোড়া গোলে লিভারপুলের দুর্দান্ত জয়

০১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
সালাহর জোড়া গোলে লিভারপুলের দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্ক : :

নতুন মৌসুমে যেন জিততে ভুলেই গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লিভারপুল। চলতি বছরের শুরুতে লিগে টানা পাঁচ জয়হীন ছিলো তারা। অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্লাবটি। পরপর দুই ম্যাচ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

রোববার রাতে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এর আগে টটেনহ্যামের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল তারা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জেতার ম্যাচে জোড়া গোল করেছেন লিভারপুলের প্রাণ ভোমরা মোহামেদ সালাহ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের সময় প্রথম গোল করেন সালাহ। এর ১১ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুণ করেন। তখনও সে অর্থের ম্যাচে নিজেদের ছাপ রাখতে পারেনি ওয়েস্ট হ্যাম।

স্বাগতিকদের চাপ আরও বাড়ে ৮৪ মিনিটের সময় জর্জিনিও উইজনাল্ডুমের গোলে। তবে মিনিট তিনেক বাদে ওয়েস্ট হ্যামের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রেইগ ডাওসন। এতে লিভারপুলের জয় পেতে কোনো সমস্যা হয়নি।

পরপর দুই জয়ে ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট।

শেয়ার