Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম পুলিশসহ আহত ৩

২০ নভেম্বর, ২০২২ ২:২২ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম পুলিশসহ আহত ৩
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামের আসকর বেপারী বাড়িতে শনিবার দিবাগত রাত ৮ টায় পূর্বের শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় গ্রাম পুলিশসহ ৩ সদস্য আহত হয়েছেন। আহতদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম জানান, গ্রাম পুলিশের আপন ভাতিজা লিসানের নেতৃত্ব আলফাস, লিপি বেগমসহ অজ্ঞাত নামা ৪-৫ জন পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রাম পুলিশ ফয়েজ আহম্মেদ পরিবারে উপর হামলার করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

আহতরা মধ্যে ২নং ওয়ার্ড গ্রাম পুলিশ ফয়েজ আহম্মেদ, তার স্ত্রী নিলু বেগম (৪০) বাতিজা ফরহাদ হোসেন শান্ত (২৫)।

হাসপাতালে নিলুফা বেগম জানিয়েছেন বিগত বছরের ধর্ষণের একটি মামলাকে কেন্দ্র করে রাতে অন্ধকারে লিসান, লিপি, আলফাস সহ ৪-৫ জনে একটি সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে, তাদের আমরা বাঁধা দিলে দেশীয় লাঠি সোঠা, লোহার রড দিয়ে গ্রাম পুলিশের মাথা ফাটিয়ে দেয় আমাকেও তারা তানা হেছজা করে পিটিয়ে রক্তাক্ত করে ভাতিজা ফরহাদও তাদের হাত থেকে রেহায় পায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে লিসান তার দলবল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহম্মেদের মাথায় আগাতে দুটি সেলাই করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করা হয় ।

এ ঘটনার ২০ নভেম্বর নিলুফা বেগম বাদি হয়ে লিসানকে প্রধান আসামী করে ৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামাল দায়ের করেন।

লক্ষ্মীপুর ওসি মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গ্রাম পুলিশ সদস্য ফয়েজ আহম্মেদের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার