সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল সেই যুবলীগ নেতা জিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জিয়া তালুকদার উপজেলার গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদের সাথে ইউনিয়ন যুবলীগ নেতা জিয়া তালুকদারে দলীয় অভ্যান্তরীন বিরোধ চলে আসছিল। এরই জের বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় যুবলীগ নেতা পারভেজের উপর প্রকাশ্যে হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে জিয়া তালুকদার। আহত পারভেজ আহমেদ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় রোববার (২০ নভেম্বর) বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এসে বিকেলে এলাকায় বিশৃংখলা ও গোলযোগ সৃষ্টির চেষ্টায় লিপ্ত থাকাবস্থায় সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার আগের দিন বুধবার (১৬ নভেম্বর) অভিযুক্ত যুবলীগ নেতা জিয়া তালুকদারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় জিয়া তালুকদার বিছানায় বসে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছে।
এ নিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলামের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ দিনের মধ্যে জিয়া তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।