Top
সর্বশেষ

পতাকা বিক্রয় করে আহার যোগান ছোট্ট ইমন!

২১ নভেম্বর, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
পতাকা বিক্রয় করে আহার যোগান ছোট্ট ইমন!
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

যে বয়সে থাকার কথা বিদ্যালয়ে সহপাঠীদের সাথে, সে বয়সেই কিনা সংসারের দায়িত্ব নেন নিজের কাঁধে তুলে। বছর কয়েক আগে ক্যান্সারের কাছে হার মেনেছেন ছোট্ট এই ইমনের বাবা মোহন। সেই থেকেই পড়াশোনায় ঘটলো তার বিঘ্ন। এখন পরিবারের আহার জোগাড় করতে মায়ের পাশাপাশি ছোট্ট এই ইমন দুই দেশের পতাকা ক্রয় করে নিজেই বিক্রয় করছেন বাজারে ঘুরে।

সোমবার দুপুরে ছোট্ট এই ইমন পতাকা হাতে বিক্রয় করতে দেখা গেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে।

১০ বছর বয়সী ছোট্ট এই ইমনের বসবাস হাজীগঞ্জ উপজেলার সুদিয়া রেললাইনের পাশ্বে।

ইমনের সাথে কথা বলে জানা গেছে, ক্যান্সারের কাছে হার মেনে বাবাকে হারিয়েছে ইমন। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অভাবের তাড়নায় পাক-প্রাথমিকের গন্ডি পেরোতে পারেনি ইমন। তার মা অন্যের বাসায় কাজ করে তাই মায়ের পাশাপাশি আহার যোগাড় করতে আট টাকা দামে ১৯টি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ক্রয় করে বাজারে হেঁটে বিক্রয় করছেন।

ছোট্ট এই ইমনকে পতাকা বিক্রয় করতে দেখে অপ্রয়োজনেও পতাকা ক্রয় করছেন অনেকে।

ফুটবল টিম আর্জেন্টিনা টিমকে ভালোবেসে ও ছোট্ট এই শিশুটিকে দেখে পতাকা ক্রয় করেন স্থানীয় সাংবাদিক খালেকুজ্জামান শামীম। অন্য কিছুতে জড়িয়ে না পড়ে হালাল পথে জীবিকা নির্বাহ করছেন দেখেই পতাকা ক্রয় করেন তিনি।

তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ইমন। বিশ্বকাপের উম্মাদনা শেষ হবে, কিন্তু ইমনের পেশা আর বেড়ে উঠার গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে জানা নেই ইমনের।

 

 

শেয়ার