Top
সর্বশেষ

লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হলেন জসিম

২১ নভেম্বর, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হলেন জসিম
লক্ষ্মীপুর প্রতিনিধি :

জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা এএফ জসীম উদ্দিন আহমেদ। ক্লিন ইমেজের এই নেতাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। তার পক্ষে একাট্টা হয়ে কাজ করছেন তৃণমূলের অনেকেই। এমনটাই দাবি- সম্মেলনে সম্পাদক পদ চাওয়া আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহম্মেদ ।

জানা যায়, দীর্ঘ ৭ বছর আসছে ২২ নভেম্বর ২০২২ ইং। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। শহরে পোস্টারিং, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে দলীয় নবীণ-প্রবীণ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নানান মাধ্যমে জানান দিচ্ছেন একাধিক নেতা। জেলার গুরুত্বপূর্ণ।আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিশেষ আগ্রহ। তবে সাধারণ সম্পাদক পদে জনমুখে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক সদস্য ২০১৬ -২০১৯ সালে পর্যন্ত দলের জন্য কাজ করেন। বাংলাদেশ কৃষকলীগের সাবেক কেন্দ্রী কমিটি সদস্য ২০০২-২০০৯। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তথ্য গর্বেষনা সম্পাদক ১৯৯০-১৯৯২ইং।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ১৯৮৩-৮৬ ইং। লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

গুলিবিদ্ধ নির্যাতন কারাবরণ: ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কারাবরন করেন এবং গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

জাতীয় সংসদ সদস্য প্রার্থীতা দায়ের করেন ১৯৯৬, ২০০১, ২০০৮ লক্ষ্মীপুর ২ আসন রায়পুর। ২০২১ ইং। উপ- নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছে এ নেতা।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট,, একাত্তরের ঘাতক দালাল নির্মল ও জাতীয় সমম্বয় কমিটি, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড, জননাট্যম, মুক্তিযযোদ্ধা প্রজম্ম ফোরাম।

গ্রুফ লিডার ( ১৯৭৪ – ৭৬), বয়েজ স্কাউট, লক্ষ্মীপুর জেলা। প্রতিষ্টাতা (১৯৯৭-২০০২), আবাহনী ক্রীড়া চক্র, লক্ষ্মীপুর জেলা যুবকল্যাণ সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত প্রথম সদস্য দুইবার (১৯৯৬ – ১৯৯৮) ২০১৫-২০১৮) লক্ষ্মীপুর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ – ভারত সম্প্রীতি পরিষদ কাজ করেন এ নেতা।

তার পক্ষে বিভিন্ন নেতাকর্মীরা পোস্টারিং, ফেস্টুন ও তোরণ নির্মাণ করছেন।জেলা শহরে হাট-বাজার, পাড়া-মহল্লায়, চায়ের দোকানসহ সব জায়গায় আলোচনার শীর্ষে রয়েছেন এই ত্যাগী নেতা।রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দিয়েছেন এএফ জসিম উদ্দিন আহম্মেদ ।

এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, স্কুল কমিটির সভাপতি দীর্ঘ বছর ধরে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজ এবং মাদরাসায় ব্যবস্থাপনা পরিষদে শীর্ষ পদে দাঁয়িত্ব পালন করছেন।

জেল-জুলুমকে নিত্যসঙ্গী করে রাজপথে নিজেকে সোচ্চার রেখেছেন। তিনি পরিচ্ছন্ন, বিশ্বাসী, পরিক্ষিত, নিবেদিত ও পরিশ্রমী নেতা হিসেবে সুপরিচিতি রয়েছে তার। এই নেতাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী তৃণমূল আঃলীগ ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা চারটি আসন মানার্সিং ইনস্টিটিউট ননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে নৌকা মার্কা নির্বাচিত করে উপহার দেওয়ার ঘোষণা দেন টাওয়ার জসিম উদ্দিন আহম্মেদ নামে পরিচিত এ নেতা। এবং লক্ষ্মীপুর জেলাকে অর্থনীতি জোন হিসেবে গড়ে তোলা হবে, শিল্প কলকারখানা , মেডিকেল কলেজ, নৌ- বন্দর, ভোলা বরিশাল সেতু নির্মান, চার লাইনে রাস্তা, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে।বেকারদের কর্মসংস্থান গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘তৃণমূল নেতাকর্মীই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তাই তৃণমূলের দুঃখ-দুর্দশার দূর করে দলকে তৃণমূল থেকেই শক্তিশালী করবো ইনশাআল্লাহ। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে অগ্রভাগে থেকেছি এবং আগামীতেও থাকবো।

শেয়ার