Top

মাভাবিপ্রবিতে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকদের জয়

২১ নভেম্বর, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকদের জয়
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান। খেলার পূর্ণ সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইবেকারে ৪-৪ এর মধ্যেই ব্রাজিল ৩-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। খেলা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামীম আল মামুন, হাউজ টিউটর সহকারী অধ্যাপক নোমান হাসান ও সহকারী অধ্যাপক আরজু আহমেদ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

শেয়ার