সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কলেজছাত্র দুই বন্ধু নিহত ও অপর এক বন্ধু আহত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই রাজশাহী কলেজের ছাত্র। নিহতরা হলো-তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২২) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের শামীম
আহমেদ (২৩)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহীতে একই কলেজে একসাথে পড়াশোনা করায় রাজশাহী থেকে শামীম ও নাজমূল হাসান রাজ সিরাজগঞ্জের তাড়াশে রাব্বির বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
বিভিন্ন স্থানে ঘোরার এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি নামক স্থানে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাব্বি ও শামীম নিহত ও নওগাঁ জেলার সাপাহার থানার বাসিন্দা অপর বন্ধু নাজমুল হাসান রাজ আহত হয়।
স্থাণিয়রা নাজমুল হাসান রাজকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্ধেসঢ়;øক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।