Top
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার ঘটনায় নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

২২ নভেম্বর, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার ঘটনায় নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া হত্যার প্রতিবাদ, দেশব্যাপী দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও নেতকর্মীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি অংঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এরআগে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সভাস্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান।

বক্তারা, ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকারের কর্মকান্ডের সমালোচনা করেন। একই সাথে সরকার প্রতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।

 

শেয়ার