Top
সর্বশেষ

গুরবাজ-পেরেরাকে দলে নিলো ফরচুন বরিশাল

২২ নভেম্বর, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
গুরবাজ-পেরেরাকে দলে নিলো ফরচুন বরিশাল
স্পোর্টস ডেস্ক :

আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে বেশ ভালোভাবেই দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুই মারকুটে ওপেনার কুশল পেরেরা ও রহমানউল্লাহ গুরবাজকে দলে টেনেছে ফরচুন বরিশাল।

আগের আসরের মতো সাকিব আল হাসানই দলটির আইকন ও অধিনায়ক হিসাবে খেলবেন। পেরেরা-গুরবাজের আগে ক্রিস গেইল, রাখিম কর্নওয়াল, করিম জানাত, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের খেলার কথাও নিশ্চিত করে দলটি।

রহমানউল্লাহ গুরবাজ এর আগে খুলনা টাইগার্সের জার্সিতে বিপিএল খেলেছেন। ৯৯ টি-টোয়েন্টি খেলা গুরবাজ ১৫২.৪৮ স্ট্রাইক রেটে করেন মোট ২৪৮১ রান।

কুশল পেরেরাও এর আগে বিপিএল মাতিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের জার্সিতে।

শেয়ার