Top

ভালোবেসে বিয়ে করায় মেয়ে ও জামাইকে প্রাণনাশের চেষ্টা, পিতার বিরুদ্ধে মামলা

২২ নভেম্বর, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
ভালোবেসে বিয়ে করায় মেয়ে ও জামাইকে প্রাণনাশের চেষ্টা, পিতার বিরুদ্ধে মামলা
মাহবুব হুসাইন, রাজশাহী :

রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন চক বেলঘরিয়া এলাকার স্থায়ী বাসিন্দা নজরুল ইসলামের (৫৫) মেয়ে নুসরাত জাহান তিসা (১৯) তার নিজ পিতা ও ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ করে রাজশাহী কোর্টে মামলা করার পর বিনোদপুর এলাকাধীন ধরমপুরে তিসার মায়ের স্বামীর বাড়িতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) তিসা ও তার মা রুনা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভালোবেসে বিয়ে করাতে তিসার বাবা নজরুল ইসলাম (৫৫) ও তিসার ভাই মোল্লা নাসির উদ্দিন রাজু (৩৪), নাহিদুল ইসলাম সাজু (২৭) এবং ছোট চাচা নাজমুল ইসলাম নাজুসহ (৪৭) বেশ কিছু আত্মীয়স্বজন আমাকেসহ আমার স্বামী ও তার পরিবারের লোকজনদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। আবার বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি এবং মিথ্যে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসানোর কথাও বলছে।

সংবাদ সম্মেলনে নুসরাত জাহান তিসা আরও বলেন, আমি গত ১৬/১০/২০২২ ইং তারিখে কাটাখালী থানাধীন মোঃ আনোয়ারুল ইসলামের ছেলে মোঃ হাসিবুল ইসলাম হাসিব(২২) সাং- মাসকাটাদিঘী; পোঃ শ্যামপুর-৬২১২; থানাঃ কাটাখালী; এর সাথে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার চলাকালে গত ২৫/১০/২০২২ ইং তারিখে আমাকে আমার স্বামীর বাড়ি থেকে জোর করে আমার বাবা ও আমার দুই ভাইসহ বেশ কিছু আত্মীয় স্বজন মারধর করে তুলে নিয়ে যায় এবং আমার শশুর বাড়ি ভাংচুর করে এবং আমার সাথে সব রকম যোগাযোগ তারা বন্ধ করে দেন। তারপর আমাকে এক পর্যায়ে অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমাকে সব সময় অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং প্রাণনাশের হুমকি দিত।

পরবর্তীতে গত ১৩/১১/২০২২ ইং তারিখে আমার স্বামী আমাকে নিতে আসলে আমার বাবা এবং আমার দুই ভাই গালিগালাজ করে মারধর করেন এবং অপমান করে তাড়িয়ে দেন আমার স্বামী হাসিবকে। তারপর আমাকে প্রচুর মারধর করে এবং আমার স্বামী হাসিবের সাথে সংসার করতে নিষেধ করে। এক পর্যায়ে আমি সংসার করতে চাইলে ১৪/১১/২০২২ ইং তারিখে আনুমানিক দুপুর ২.০০ টার দিকে আমার মুখে হারপিক ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে। তারপর আমি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হই। এখন যদিও আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমার শশুর কাটাখালি থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নেয়া হয় নাই।

এ বিষয়ে আমি মহামান্য আদালতে একটি মামলা দায়ের করি এবং পুলিশ কমিশনার বরাবর একটি অভিযোগ দেই। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় নি।

এ বিষয়ে তিসার মা রুনা বেগম অভিযোগ করে বলেন, তিসা যখন ৭ বছরের তখন আমাকে তালাক দিয়ে দেয়। ওরা সবাই হত্যা মামলার আসামি। আমার মেয়ে এবং জামাইসহ আমাদের পরিবারের উপর মিথ্যা হয়রানিমূলক মামলা বা হত্যার আবারও চেষ্টা করবে। আমার সাথে যে ঘটনা ঘটিয়েছিল আমি চাইনা যে আমার মেয়ের সাথে তা ঘটুক। তিনি আরও বলেন, আমি ওদের সবাইকে চিনি তারা কত খারাপ হতে পারে।

এদিকে আত্মগোপনে থাকা তিসার স্বামী হাসিবুল ইসলাম হাসিব জানান, আমি খুব ভয়ে আছি কারণ ওরা আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমাকে ডেকে নিয়ে গিয়ে রড-বাঁশ দিয়ে মারধর করেছিল যেখানে আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে ছিলাম। আবার এখন আমিসহ আমার পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি এবং মিথ্যে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসানোর কথাও বলছে। তাই আমি ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা দেখছি। দোকান বন্ধ থাকায় ব্যবসা করতে পারছি না। আমি এবং আমার স্ত্রী উভয়েই একসাথে মিলে সংসার করতে চাই।

এ বিষয়ে মুঠোফনে তিসার পিতা নজরুল ইসলাম জানান, জামাইয়ের গুষ্টি মারি, জামাইয়ের যা করার করব। তিনিসহ অন্য একজন অপরিচিত ব্যাক্তি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

 

শেয়ার