সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের ফসলের ক্ষেত থেকে সামছুল হক (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় কৃষক সামছুল হক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে নিজ গ্রামের ফসলের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।