দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল থেকে ফেনীর পাঁচ যুবদল নেতাকে শোকজ করা হয়েছে।
তাদেরকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে যুবদলের কেন্দ্রীয় অফিসে যুবদলের সভাপতি ও সম্পাদকের সামনে স্ব শরীরে উপস্থিত হয়ে লিখিত ভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
২১ নভেম্বর জাতীয় যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তরের দায়িত্বে নিয়োজিত সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পাঁচ নেতা হলেন ফেনী পৌর শাখার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সোনাগাজী উপজেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, ফেনী জেলা শাখা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি হাবিবুল্লাহ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার ও ফেনী সদর উপজেলা শাখার আহ্বায়ক নিজাম উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান জানিয়েছেন, যুবদল সভাপতি জাকির হোসেন জসিম কারাগারে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি এবং সম্পাদক তথা কমিটি বহাল থাকা অবস্থায় উল্লেখিতরা আলাদাভাবে দলীয় কর্মসূচী পালন করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই উক্ত বিষয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ করে বিষয়টি সুরাহা করার জন্য তাদের কে শোকজ করেছেন।
তবে কারন দর্শানোর নোটিশ পাওয়া যুবদল নেতারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যপ্রণনোদিত।স্বদলীয় কয়েকজন নেতা ভুল তথ্য দিয়ে কেন্দ্রকে বিভ্রান্ত করেছে।