Top
সর্বশেষ

পাবনায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ হারালো দুই কৃষক

২২ নভেম্বর, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
পাবনায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ হারালো দুই কৃষক
পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার কাশিনাথপুর-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার খিদির গ্রামের মৃত হাঁচেন আলীর ছেলে করিমন চালক মুন্নাফ আলী (৫০) ও যাত্রী হাশেম আলী দরবেশের ছেলে জিয়াউর রহমান (৪৫)।

প্রত্যাক্ষদর্শীরা জানান মঙ্গলবার সকালে খিদির গ্রাম থেকে একটি করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পাটগাড়ি এলাকায় বগুড়া অভিমুখী একটি ট্রাকচাপায় যাত্রীবাহি করিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীরা আহত হন। তার মধ্যে গুরুতর আহত তিনজন কৃষককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে কেউ মারা যায়নি। তবে হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার কথা শুনেছি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

শেয়ার