Top
সর্বশেষ

মিরসরাইয়ে ১৮শ পিস ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ চারজন আটক

২২ নভেম্বর, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে ১৮শ পিস ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ চারজন আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৮শ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গাও রয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে নুর আহাম্মদ (৪২), একই ইউনিয়নের ছিরারটেক এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুছ ছবুর, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আন রেজিস্টার ক্যাম্পের ফিরোজ আলমের ছেলে নুরুল হক (৪২) ও একই ক্যাম্পের নুর ছালামের ছেলে মো. ইউনুস (৩০)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্ততে দুপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দুইজন রোহিঙ্গাও আছে।

ওসি আরও বলেন, তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

 

শেয়ার