Top

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৩ নভেম্বর, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাধানগর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ মোঃ জসিম বাদশা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃত জসিম বাদশা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আচুয়া সিএন্ডবি গ্রামের মৃত মজিবুর শেখের ছেলে। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাধানগর এলাকায় কোরিয়া বাংলা এ্যালুমিনিয়াম ফ্যাক্টরীর সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১’শ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার