Top
সর্বশেষ

বিপিএলে দল পেল ৫৯ বিদেশি ক্রিকেটার

২৩ নভেম্বর, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
বিপিএলে দল পেল ৫৯ বিদেশি ক্রিকেটার
ইকবাল আজাদ :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এতে ড্রাফট এবং ডিরেক্ট সাইনিং মিলিয়ে মোট ৫৯ জন বিদেশি এবারের আসরে অংশ নিতে যাচ্ছে। তবে ৯ম আসরের সব চমকই থাকছে থাকছে পাকিস্তান দল থেকে। তাছাড়া আফগানিস্তান, ওয়েস্টইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাসহ অন্যান্য দল থেকে সুযোগ পাচ্ছে কিছু খেলোয়াড়।

সাতটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল-২০২৩। বছরের শুরুতে একই সাথে পর্দা উঠবে আফ্রিকান টি২০ লীগের। আগেভাগে প্লেয়ার ড্রাফট সেরে নেওয়া আফ্রিকান লীগের দরুণ পর্যাপ্ত খেলোয়াড়ের সংকটে পড়ে যায় বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো। তাছাড়া একই সময়ে আরব আমিরাতে আয়োজন হতে যাওয়া আইএল টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ হওয়ার কথাও রয়েছে।

খেলোয়াড় সংকট কমাতে নিয়মে পরিবর্তনও আনে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের আসরে দলগুলো আগেভাগে একজন দেশি এবং আনলিমিটেড বিদেশী খেলোয়াড় ডিরেক্ট সাইনিং-এ চুক্তি করার সুযোগ পেয়েছে।

খেলোয়াড় সংকটে বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশ না নেওয়ার গুঞ্জন উঠেছিলো। তবে পাকিস্তান সিরিজ বাতিল হওয়ায় শেষ দিকে পাক খেলোয়াড়দের নিয়ে দল সাজায় অধিকাংশ দল। ড্রাফটে থাকা ৪০০ বিদেশি খেলোয়াড়দের থেকে ১৪ জন নিয়ে নতুন আসরের নতুন দল তৈরি করে ৭ ফ্র্যাঞ্চাইজি।

এর আগে তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তাতে সাড়া দিয়ে ৯টি প্রতিষ্ঠান ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’ জমা দেয়। সেগুলো যাচাই-বাছাই করে বিসিবি ৭টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছিল। তখন ঢাকার মালিকানা পেয়েছিল মেসার্স প্রগতি অটো রাইস মিলস। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট (প্রায় ১০ কোটি) গ্যারান্টি মানি জমা না দেওয়ায় তারা মালিকানা হারায়। সে কারণে তাদের পরিবর্তে ‘ইওআই’ থেকে রূপা ফ্যাব্রিকসে মালিকানা দেওয়া হয়।

ঢাকা ছাড়া বাকি ছয়টির মধ্যে বরিশালের মালিকানায় আছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানায় মাইন্ড ট্রি লিমিটেড, সিলেটের মালিকানায় ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানায় টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানায় ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা রয়েছে কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

বিপিএলের নবম আসরে বিদেশী প্লেয়ারদের তালিকাঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ মোহাম্মদ রিজওয়ান, ব্র্যান্ডন কিং, খুশদিল শাহ, মোহম্মদ নবী, জশ কব, শাহিন আফ্রিদি, হাসান আলী, আবরার আহমেদ, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন।
ফরচুন বরিশালঃ ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, রাকিম কর্নওয়াল, করিম জানাত, কুশল পেরারা, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ ওয়াসিম, নাভিন-উল-হক, উসমান কাদের, হায়দার আলি, চতুরঙ্গা ডি সিলভা।
সিলেট স্ট্রাইকার্সঃ মোহাম্মদ হারিস, থিসারা পেরারা, ধনাঞ্জয়া ডি সিলভা, কলিন কলিন অ্যাকারম্যান, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, মোহাম্মদ আমির, টম মুরস, গুলবাদিন নাইব।
রংপুর রাইডার্সঃ পাতুম নিশাঙ্কা, এরন জোন্স, শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজা, আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, জেফরি ভ্যান্ডারসাই, আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারেন জনস।
খুলনা টাইগার্সঃ আভিস্কা ফার্নান্ডো, আজম খান, ওহাব রিয়াজ, নাসিম শাহ, পল ফন মিকেরেন, দাসুন শানাকা, পল ভ্যান মিকিরেন।
ঢাকা ডমিনেটর্সঃ দিলশান মুনাওয়েরা, উসমান গনি, চামিকা করুনারত্নে, শান মাসুদ, আহমেদ শেহজাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ কার্টিস ক্যাম্ফার, আশান প্রিয়াঞ্জন, ভিশা ফার্নান্ডো, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ।

বিপি/আজাদ

শেয়ার