Top

সিরাজগঞ্জ গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী আটক

২৩ নভেম্বর, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি মধ্যপাড়া গ্রামে স্বামীর নির্যাতনে মাজিদা বেগম (৩২) নামে ৩ সন্তানের জননী এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বামী ফখরুলকে আটক করেছে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা নিহতের মা মোছাঃ অলেদা খাতুনের অভিযোগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত রতনকান্দি মধ্যপাড়া গ্রামের রফিকুল মহুরীর ছেলে ফখরুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। তাদের ঘরে তিনটি সন্তানও রয়েছে।

বিয়ের পর থেকে নানা অজুহাতে মাজিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো ফখরুল। তার নির্যাতনেই তার মেয়ে মাজিদার মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে ওই গ্রামে স্বামীর বাড়িতে ঘরের তীরের সাথে মাজিদা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফখরুলকে আটক করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার