সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে চরগিরিশ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৪১ জন ছাত্রীকে এ বাইসাইকেল দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় শিক্ষার্থীদের হাতে এ বাইসাইকেল তুলে দেয়া হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, তাদের পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হতো। এ কষ্ট দূর করার জন্য বর্তমান সরকারের এই উপহার পেয়ে তারা খুশি হয়েছে এবং পড়াশোনার প্রতি তাদের আরো আগ্রহ বাড়বে বলে জানিয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম জিয়াউল হক, ইউপি সচিব আবু সাইদ, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আমিনা, স্থানীয় আঃ লীগ নেতা মালেক বিএসসি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।