Top
সর্বশেষ

মিরসরাইয়ে ট্রাক উল্টে বৃদ্ধা নিহত

২৪ নভেম্বর, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে ট্রাক উল্টে বৃদ্ধা নিহত
চট্টগ্রাম প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ার্লেস এলাকায় ট্রাক উল্টে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা ফাতেমা বেগম সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের মৃত লাতু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে মিরসরাই সদর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় মিঠাছড়া বাজারে শীতল পাটি বিক্রি করতে যাচ্ছিলেন ফাতেমা বেগম। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারে যাওয়ার পথে ওয়ার্লেস এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী (যশোর ট ১১-৫১৩৬) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামীমা আক্তার সাথী বলেন, নিহত ফাতেমা অনেক কষ্ট করে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে সংসার চালাতো। তার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগলো।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা সেই ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার