Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

২৪ নভেম্বর, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
রাজশাহী প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর গাড়িবহরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪নভেম্বর) পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আল- আমিন এর নেতৃত্বে রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খড়খড়ি বাইপাস চার রাস্তার মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও তানোর উপজেলার আহবায়ক মাসুদ করিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পিয়াস আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নওহাটা পৌরসভার আহবায়ক সোহেল রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী উপজেলার আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মোহনপুর উপজেলা সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, কাটাখালি পৌরসভার সদস্য সচিব সাঈদ আহমেদ আফজাল, পবা উপজেলা যুগ্ন আহবায়ক মাসুদ রানা, গোলাম মাওলা প্রিন্স, গোদাগাড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পলাশ সহ রাজশাহী জেলার অধীনস্থ ২৩ টি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল- আমিনসহ জেলা ও উপজেলারে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শেয়ার