Top
সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৫ নভেম্বর, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি। :

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর থেকে ফরহাদ আলী (৩২) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালখিলার পূর্ব-দক্ষিণপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে ফরহাদ আলী রাতের খাবার খেয়ে বাইরে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফরহাদ আলীর বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পুকুর থেকে ফরহাদ আলীর মরদেহ উদ্ধার করে।

গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল বলেন, বুধবার রাত থেকেই ফরহাদ  নিখোঁজ ছিলো, বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার