নওগাঁর সাপাহারে নিজের চাচার ধান বোঝাই ট্রলির চাকার নিচে পড়ে আমান বাবু (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় আমান বাবু তার সমবয়সীদের নিয়ে মাঠে খেলতে যায়, এসময় ধান বোঝাই একটি ট্রলি দেখে তারা ট্রলির পিছনে দৌড়াতে থাকে।
এমতাবস্থায় ট্রলি এক সময় লাইনচ্যুত হলে ট্র্রলিটি পেছনে বেক দেয় এসময় অন্যান্য বাচ্চারা সরে গেলেও আমান বাবু কিছু বুঝতে না পারার ফলে ট্রলির পিছনের চাকায় পড়ে পিষ্ট হয়। পরে ট্রলির চালক আমানের চাচা আরিফ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা হাসপাতালে বেলা ১১টায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।
নিহত আরিফ উপজেলার পিছলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে।