Top

সিরাজগঞ্জে নির্মিত বিসিক শিল্প পার্কে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

২৫ নভেম্বর, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নির্মিত বিসিক শিল্প পার্কে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে প্রায় চারশ একর জমিতে নির্মাণাধীন বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন করা হবে। বিশাল এ শিল্প পার্কে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় নির্মানাধীন বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনাকাঙ্খিত যেকোনো জটিলতার কারণে প্রকল্পটির নির্মাণ কাজের বিলম্ব ঘটার কারণে কাজের অগ্রগতি দেখার জন্যই আজ আমরা এখানে এসেছি।

মন্ত্রী আরো বলেন, সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে আগামী জুন মাসেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল এই বিসিক শিল্প পার্কের উদ্বোধন করবেন।

ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে প্লট বরাদ্দ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী। পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিযা সুলতানা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেযারম্যান মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. ফারক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার