Top

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান ও ২ বাড়ি ভস্মীভূত

২৫ নভেম্বর, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান ও ২ বাড়ি ভস্মীভূত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম নগরপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকানসহ ২টি বাড়ি পুড়ে ভস্মিভুত হয়েছে।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে ওই বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের একটি দোকানে এ আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের আরো ৮ টি দোকানে আগুন লেগে যায়।

এ আগুন বাজার সংলগ্ন ২টি বসত বাড়িতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এতে জাহানারা ও ইসলামের বাড়ি, নগরপাড়া বাজারের জামিলুরের ওর্য়াকসপ, আজমল হকের মটর যন্ত্রাংশের দোকান, ফরিদুল ইসলামের হোটেল, মিলনের চালের দোকান, আব্দুল কাদের সারের দোকান ও শাহিনের ওষুধদের দোকানসহ ১০টি দোকানের মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।

 

শেয়ার