Top

সিরাজগঞ্জে বট-পাকৈড় গাছের ধুমধামে বিয়ে অনুষ্ঠিত!

২৬ নভেম্বর, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বট-পাকৈড় গাছের ধুমধামে বিয়ে অনুষ্ঠিত!
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামে বট গাছ ও পাকৈড় গাছের ব্যতিক্রমী এক বিয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওই গ্রামের দক্ষিণপাড়ার তাঁত ব্যবসায়ী শীতল সরকারের বাড়িতে শাখা-সিঁদুর ও শাড়ি পরিয়ে বট গাছকে কণে সাজিয়ে আর পাকৈড় গাছকে ধুতি-পাঞ্জাবি ও মুকুট পরিয়ে মহা ধুমধাম করে দুই গাছের ব্যতিক্রমী এই বিয়ে সম্পন্ন করা হয়েছে। এভাবেই হিন্দু রীতি অনুযায়ী বিয়ে দেয়া হলো বট ও পাকড় গাছের।

বিয়েতে প্রায় ৭ শতাধিক অতিথি অংশ নেয়া ছাড়াও বিভিন্ন বয়সী শত শত মানুষ বিয়ে দেখতে ওই বাড়িতে ভীড় জমায়। আয়োজক শীতল সরকার জানান, প্রায় ১৫ বছর আগে তার বাড়িতে একটি পাকৈড় গাছের জন্মের কয়েক বছর পর তার পাশেই আরও একটি বটগাছের জন্ম হয়। হিন্দু শাস্ত্রমতে বট ও পাকৈড়ের পাশাপাশি জন্ম হলে তাদের মধ্যে বিয়ের বিধান রয়েছে। কিন্তু এই বিয়ে না দেয়ার কারণে তাদের পরিবারে বিভিন্ন সময়ে নানা সমস্যার পাশাপাশি বিভিন্ন সংকটও দেখা দিতে থাকে।

তিনি আরও জানান, তিনি ও তার পরিবার একাধিকবার স্বপ্ন দেখেছেন বট ও পাকড়ের বিয়ে না দেয়ায় এসব পারিবারিক সংকট ও সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সংকট থেকে মুক্তি পেতেই মূলত উৎসবমুখর পরিবেশে এ বিয়ের আয়োজন করা হয়েছে। রায় দৌলতপুর ইউপির ২নম্বর ওয়ার্ডের মেম্বর শফিকুল ইসলামসহ স্থানীয় অনেকেই বলছেন, গত কয়েকদিন ধরেই শীতল সরকারের বাড়িতে চলছিল বট ও পাকৈড় গাছের বিয়ের আয়োজন চলে আসছিল।

নৈশ ভোজের আয়োজনসহ এ বিয়ে উপলক্ষে কয়েক দিন ধরে পুরো গ্রাম জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিয়ে উপলক্ষে আলোকসজ্জা আর ঢাক ঢোলের পাশাপাশি সাউন্ড বক্সে গান বাজিয়ে উৎসবে মেতে ওঠেন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিরা। রায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, হিন্দু শাস্ত্র অনুযায়ী বট ও পাকৈড় একই স্থানে জন্ম হলে তাদের মধ্যে বিয়ে পড়াতে হয়।

এ কারণে শীতল সরকারের বিশাল ও ব্যতিক্রমী আয়োজন করে নিজ গ্রামসহ আশ-পাশের গ্রামের প্রায় ৫শ্#৩৯; মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার