Top
সর্বশেষ

শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, খুনি আবির ২ দিনের রিমান্ডে

২৭ নভেম্বর, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, খুনি আবির ২ দিনের রিমান্ডে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে নৃশংসভাবে শিশু আলিনা ইসলাম আয়াতকে (৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার আবির আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৬ নভেম্বর) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মো. ইলিয়াছ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আবির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে আবিরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে আয়াতের বাবা সোহেল রানা বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। এ মামলায় আবির আলীকে গ্রেপ্তার দেখানো হয়।’

আবির রংপুর তারাগঞ্জ এলাকার আজমল আলীর ছেলে। নিহত আয়াত ইপিজেড থানাধীন বন্দরটিলা নয়াহাট এলাকার শাহেদা ইসলাম তামান্না ও সোহেল রানা দম্পতির একমাত্র কন্যা।

এর আগে, পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ‘মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী। গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকার মসজিদের পাশ থেকে আরবি পড়তে যাওয়ার সময় তাকে অপহরণের চেষ্টা করে। অপহরণ করার সময় চিৎকার করলে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ আকমল আলী সড়কে নিজ বাসায় নিয়ে ছয় টুকরো করে। এসব টুকরো দুটি বস্তায় করে পতেঙ্গা বেড়িবাঁধ এলাকায় বঙ্গোপসাগরে ফেলে দেয়।’

তিনি বলেন, ‘ঘটনার দিন রাতে আয়াতকে না পেয়ে তার বাবা সোহেল রানা ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ ডায়েরির ছায়া তদন্ত শুরু করে পিবিআই। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবিরকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে পিবিআইকে এ সব তথ্য দিয়েছে।’

শেয়ার