Top
সর্বশেষ

ফেনীতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় হাজার হাজার মানুষ সড়কে

২৭ নভেম্বর, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
ফেনীতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় হাজার হাজার মানুষ সড়কে
ফেনী প্রতিনিধি :

কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার ঢেউ লেগেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য চলছে নানা আয়োজন। বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়। তাই ফেনী জেলা পুরাতন কারাগারের সামনে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে বসানো হয়েছে ২৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বিশাল আকারের এলইডি স্ক্রিন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির উদ্যোগে স্থাপিত বিশাল আকারের এই স্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। এছাড়া ফেনীর বিভিন্ন গ্রামগঞ্জেও বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে ফুটবল প্রেমীরা।

গভীর রাতে শহরের সুনশান নিরবতা ভেঙ্গে ফেনী জেল রোডটি সরগরম। খেলা চলাকালীন সময় ছাড়াও গভীর রাতে লোকে লোকারণ্য। বোঝার উপায় নেই এখন মাঝরাত। হৈ– হুল্লোড় আর উন্মাদনায় মেতে উঠে ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের খেলা দেখতে প্রায় ২০ হাজার মানুষ জড়ো হয়েছে সড়কের পাশে। দিনের বেলায় যানবাহন চলাচলের সড়কটি যেন স্টেডিয়ামের গ্যালারিতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ।

ফেনী পুরাতন কারাগারের সামনে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্থাপন করেন ২৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুটের বিশাল এলইডি। বিশাল এ পর্দার সামনে তিনটি সড়কে ফেনী পৌরসভার , পেট্রোল পাম্পের, ফাইভ স্টার হোটেল, স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ ছাড়িয়ে ট্রাংক রোড দোয়েল চত্বরমুখী সড়কেও লোকারণ্য।

প্রিয় দলের জার্সি পরা সমর্থকদের উন্মাদনায় পুরো শহর যেন জেগে উঠে। একটু পর পরই গোল-গোল চিৎকার করে উঠছেন দর্শকরা। গত শনিবার দিনগত রাতটা যেন উৎসবের রাতে পরিণত হয়েছে। ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখছে হাজার হাজার মানুষ। কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা উপভোগ করতে এ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আর্জেন্টিনা সমর্থকরা সারাক্ষণ জয়ধ্বনি দিচ্ছেন মেসির নামে নামে। আবার ব্রাজিল সমর্থকরাও মেক্সিকোর পক্ষ নিয়েছেন। দুপক্ষের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক ও আলোচনা।এর আগে গত বৃহস্পতিবার ব্রাজিলের খেলার রাতে একই চিত্র দেখা গেছে।ব্রাজিল সমর্থকরা নেইমার নেইমার জয়ধ্বনি দিয়ে উচ্ছাসে মেতে ছিলেন।ফেনীতে মুলত ফুটবল উম্মোদনা ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের ঘিরেই আবর্তিত।

আর্জেন্টিনা সমর্থক শফি উল্লাহ বলেন, মেসির অর্জনের ভান্ডারে শুধু দেশের হয়ে একটি বিশ্বকাপের শূন্যতা রয়েছে। আর্জেন্টিনা নান্দনিক ফুটবল খেলে আগের মতো জয়ের ধারাবাহিকতায় ফিরে বিশ্বকাপ জয় করবে বলে প্রত্যাশা করছি।

ব্রাজিল সমর্থক সমির উদ্দিন ভুঞা বলেন, ষষ্ঠ বারের মতো ব্রাজিল বিশ্বকাপ জিতবে এটাই আমাদের প্রত্যাশা।এবারের বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচে নান্দনিক ফুটবলের ছোয়া দোখিয়েছে।তাই আমরা প্রত্যাশা করতে পারি ব্রাজিল বিশ্বকাপ জিতবে।

ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সবাই মিলে বিশ্বকাপ দেখার আনন্দ উপভোগ করার মজাই আলাদা। এজন্য বড় পর্দায় খেলা দেখতে বিশাল এ এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এর মাধ্যমে ফেনীর ফুটবলপ্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। যার যার প্রিয় দলকে নিয়ে সবার আবেগ উত্তেজনা থাকবে, তবে সুশৃঙ্খলভাবে সবাই খেলা ও আনন্দ উপভোগ করবেন।

শেয়ার