যশোরের কেশবপুরে ৮ দলীয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আড়য়া গ্রামে এ হা ডু ডু খেলার ফাইনালে মধ্যকুল দল ৩-০ গোলের ব্যবধানে চুকনগর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আড়য়া গ্রামবাসী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা ডু ডু খেলার আয়োজন করে। খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজারও দর্শকের সমাগম ঘটে।
যশোর সদর ভূমি অফিসের সার্টিফিকেট অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। আড়য়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাহতাব মোল্যার পরিচালনায় খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার সেলিম হোসেন, রেজাউল মজুমদার, আজিজুর মোল্লা, সালমা খাতুন, জাহানারা বেগম প্রমুখ।
খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। হাডুডু খেলা শেষে চ্যাম্পিয়ন উপজেলার মধ্যকুল গ্রামের ডা. ইয়াকুব আলী বিশ্বাসের দলকে ও চুকনগর দলকে বড় এবং ছোট ফ্রিজ উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।